Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর জেলা কর্তৃক

প্রদেয় সেবাসমূহের তালিকাঃ


১। পল্লী অঞ্চলে পানি সরবরাহঃ

অঞ্চল ভিত্তিক বিদ্যমান সর্বাধিক প্রচলিত প্রযুক্তিগুলো নিম্নরূপঃ

ক) ৬ নং পাম্পযুক্ত গভীর/ অগভীর নলক’প স্থাপনকরণ।

খ) অগভীর নলকূপ স্থাপনকরণ।

গ) পুকুর পাড়ে বালি ধারক (পিএসএফ) নির্মাণকরণ।


সমস্যা সঙ্কুল এলাকার বিদ্যমান প্রযুক্তির পাশাপাশি বিকল্প প্রযুক্তি হিসেবে নিম্নলিখিত টেকসই ও নতুন প্রযুক্তির পানির উৎস নির্মাণ করা হয়ঃ


ক) আর্সেনিক আক্রান্ত এলাকায় আর্সেনিক রিমুভাল প্লান্ট স্থাপন করণ।

খ) উপকূলীয় এলাকায় লবণ বিমুক্তকরণ Reverse Osmosis RO) প্লান্ট স্থাপন।

গ) আয়রণ রিমুভাল প্লান্ট স্থাপন।

ঘ) একই নলকূপ থেকে একাধিক পানির উৎস স্থাপন।

ঙ) বিদ্যুৎহীন এলাকায় পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতের মাধ্যমে Solar PSF (Pond Sand Filter) স্থাপন।


২। শহর ও পল্লী অঞ্চলের স্যানিটেশন ব্যবস্থাঃ


  • বিভিন্ন গ্রোথ সেন্টার/বাজার/পৌরসভা/বস্তিসহ বিভিন্ন কমিউনিটির জন্য পানি সরবরাহ ব্যবস্থাসহ পাবলিক টয়লেট/কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ।
  • হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প মূল্যের স্যানিটারী ল্যাট্রিন সেট বিনামূল্যে বিতরণ।
  • অতি দুর্গম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পানি সরবরাহ ব্যবস্থাসহ লাগসই প্রযুক্তির উন্নত ল্যাট্রিন নির্মাণ।
  • ল্যাট্রিন নির্মাণে উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান।
  • উন্নত ল্যাট্রিন নির্মাণে সুবিধাভোগীদের ভর্তুকি প্রদান।
  • বেসিক স্যানিটেশন কভারেজ অর্জনে অভূতপূর্ব সাফল্যের পর তা স্থিতিশীল করার লক্ষ্যে Fecal Sludge Management (FSM) এর বাস্তবায়ন এবং এর সাথে সংশ্লিষ্ট সেপটিক ট্যাংকের পয়ঃবর্জ্যে অপসারণে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা প্রণয়ন।